চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের তফাৎ কেমন? জানালেন স্যাম বিলিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ইংরেজ উইকেটকিপার স্যাম বিলিংস। গ্লাভস হাতে কার্যকরী এবং ব্যাট হাতে দায়িত্বশীলতা - দুইই দেখিয়ে চলেছেন বিলিংস। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে এর আগে খেললেও তেমন সুযোগ পাননি বিলিংস। এবার কলকাতায় নিজের সুযোগের সদ্ব্যবহার করছেন এই ইংরেজ ক্রিকেটার।
ইতিমধ্যেই চার ম্যাচে ৮০ গুরুত্বপূর্ণ রান করেছেন বিলিংস। কিন্তু এই কেকেআর ম্যানেজমেন্ট ও হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামের সাথে কেমন সম্পর্ক গড়ে উঠেছে বিলিংসের? এই নিয়ে ইংরেজ কিপার-ব্যাটার বলেছেন, "আমরা খুব ভালোভাবে মিলে মিশে গিয়েছি। ম্যাককালাম খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস যোগায়। আমি বিশ্বাস করি কোনও কোচের কাছে গুরুত্বপূর্ণ হল খেলোয়াড়দের সম্মানে রাখার এবং যাবতীয় সাহায্য করার যাতে তারা আক্রমণাত্মক ও দুর্দান্ত মানের ক্রিকেট খেলতে পারে।"
এদিকে বিলিংস মনে করেন, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট অনেকটাই এক। এই নিয়ে বিলিংস বলেছেন, "আমার মনে হয়, আইপিএলে আমি যে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, চেন্নাই সুপার কিংস দুর্দান্তভাবে সফল। আইপিএল জেতা এবং দ্বিতীয় স্থানে শেষ করা। দুই বছর আমি দারুণভাবে কাটিয়েছি। আমার বিশ্বাস কেকেআর এবং সিএসকে সাংগঠনিকগত ক্ষেত্রে এবং মাঠ ও মাঠের বাইরে ধারাবাহিকতার ক্ষেত্রে প্রায় এক।"
এরপর বিলিংস বলেন, "আমার মতে, এটাই মূল বিষয় দুই ফ্র্যাঞ্চাইজির সাফল্যের ক্ষেত্রে। ব্রেন্ডন ম্যাককালামের নয়া ইতিবাচকতা এমন একটি বিষয় যা আমার ভালো লেগেছে এখনও অবধি, অন্যান্য কোচেদের থেকে ভিন্ন ধারণা, যা খুবই ভালো লাগে দেখতে।"