বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মহারণের জন্য তৈরি হয়েছে এমন কঠিন পিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী রবিবার, বিশ্বকাপ ২০২৩-এর অভিযান শুরু করতে চলেছে ভারত, বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ফলে কঠিন চ্যালেঞ্জের মাধ্যমেই বিশ্বকাপের যাত্রা শুরু করবে রোহিত শর্মার ভারতীয় ব্রিগেড। কিন্তু প্রশ্ন হল, এই ম্যাচের জন্য চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ কেমন হবে?
যা বোঝা যাচ্ছে, কালো মাটির পিচ তৈরি হতে চলেছে এই ম্যাচের জন্য। এই ধরণের পিচ ধীরগতির বোলারদের পক্ষে উপযোগী হয়ে থাকে। এর ফলে টিম ম্যানেজমেন্ট রবিবারের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে এক সাথে খেলিয়ে দিতে পারেন।
বৃহস্পতিবার সন্ধ্যে থেকে মাঠকর্মীদের দেখা যায় ঘাস ছাঁটতে। চেন্নাইয়ের তথাকথিত পিচের মতই, শুকনো পিচ হতে চলেছে এবারেও। তীব্র গরম সত্ত্বেও, পিচ যাতে না ভাঙে তার জন্য ঢাকা হয়েছে। এছাড়া সন্ধ্যেবেলার অনুশীলনের পর কোনও জলও দেওয়া হয়নি পিচে। ভারত অধিনায়ক রোহিত শর্মা ও হেড কোচ রাহুল দ্রাবিড় দুজনে মিলে পিচকে কাছ থেকে পর্যবেক্ষণ করেন, যেখানে তাঁরা বুঝতে পারেন যে স্পিন-বান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে।
অনুশীলনে, অক্ষর প্যাটেলের পরিবর্তে আসা রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যায় নিজের কেরামতি দেখাতে। নিজের নানান ভেলকিতে ব্যাটসম্যানদের বিব্রত করছিলেন। কুলদীপ ও জাদেজাকেও দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায়।
টিম ইন্ডিয়ার ব্যাটিং গভীরতার কথা ভাবলে, টিম ম্যানেজমেন্ট হয়ত তিন স্পিনার এবং তিন পেসারের কম্বিনেশনের মধ্যে একটিকে বাছতে পারে, যেখানে অতিরিক্ত পেসার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে বসতে পারেন শার্দূল ঠাকুর। চুড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিনের পরিস্থিতির উপর বিচার করা হবে।