কেকেআরে অনিশ্চয়তায় ভুগছিল কুলদীপ, দিল্লি ক্যাপিটালসে নির্ভরতা পেয়েছে - দাবি অক্ষর প্যাটেলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেন কুলদীপ যাদব। দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে প্রথম ম্যাচেই তিন উইকেট তুলে নেন বাঁ হাতি এই চায়নাম্যান। এক সময় কলকাতা নাইট রাইডার্স তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখত, আজ সেই কুলদীপ ম্যাজিক দেখালেন।
আর ম্যাচের পর ক্রিকেট বিশ্ব কলকাতা নাইট রাইডার্সের সমালোচনায় মেতেছে। অনেকেই অভিযোগ করছে, কুলদীপের কেরিয়ার নষ্টে বড় ভূমিকা রয়েছে কলকাতার। যদিও একটি ভিন্ন দিক তুলে ধরেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে অক্ষর কুলদীপের বিষয়ে বলেন, "সব কিছুই মানসিকতার বিষয়। ও (কুলদীপ) আইপিএলে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কেকেআরে ও অনিশ্চিত ছিল। ও নিশ্চিত হতে পারছিল না যে ও সব ম্যাচ খেলতে পারবে কিনা। কিন্তু এখানে আসার পর ও সেই নিশ্চয়তা পেয়েছে। যদি আপনি জানেন যে আপনার জায়গা নিশ্চিত, এবং এমনটা না হয় যেখানে দুই ম্যাচে পারফর্ম না করলে আপনাকে সরিয়ে দেওয়া হবে, তাহলেই আপনি আপনার সেরাটা দিতে পারবেন।"
চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কুলদীপ, আর এর জেরে ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার পান কুলদীপ। ম্যাচের কথা বললে, মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ইনিংসে ১৭৭ রান তোলে। জবাবে ললিত যাদব ও অক্ষর প্যাটেল ম্যাচ জিতিয়ে আসেন দিল্লি ক্যাপিটালসের জন্য।