ম্যাচ শেষেও অনুশীলন! ভক্তদের মন জিতলেন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৫ উইকেটে জয়লাভ করে কে এল রাহুলের ভারতীয় দল। মহম্মদ শামির ৫ উইকেট এবং দলের দুই ওপেনার রুতুরাজ ও গিলের দুরন্ত ইনিংস স্বাভাবিক ভাবেই খুশির আবহ নিয়ে আসে ভারতীয় ক্রিকেট মহলে। তবে ম্যাচ শেষে সকলকে অবাক করেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের অনুশীলন পিচে ব্যাট হাতে এগিয়ে যেতে দেখা যায় অশ্বিনকে।
ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। তাই ম্যাচ শেষ হতেই কোচ রাহুল দ্রাবিড় এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের পর্যবেক্ষণে ব্যাটিং অনুশীলন করেন অশ্বিন।
আরও পড়ুন- বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাকিস্তান
ম্যাচে ১০ ওভার বল করে ৪৭ রানের বিনিময় ১ উইকেট পান অশ্বিন। তাঁর বোলিং দক্ষতা নিয়ে প্রশ্নের কোনো জায়গা নেই। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শক্তিশালী করতে চায় অশ্বিন।
আরও পড়ুন- ISL 2023-24 : নবাগত পাঞ্জাবকে হারাতে এই একাদশে নামতে পারে মোহনবাগান
প্রসঙ্গত আসন্ন বিশ্বকাপে সুযোগ পাননি অশ্বিন। তবে অক্ষর প্যাটেলের সাম্প্রতিক চোট তাঁর কাছে আশার আলো হয়ে উঠেছে। যদি অক্ষর সম্পূর্ণ ফিট না হতে পারেন সেক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার হিসাবে অশ্বিনের সুযোগ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু সেক্ষেত্রে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও সাহায্য করতে হবে রবিচন্দ্রন অশ্বিনকে। আর সেই কারণেই প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চান না অশ্বিন।