KKR-পাঞ্জাব ম্যাচে গ্যালারিতে নজর কাড়লেন আরিয়ান-সুহানারা, ছিলেন অনন্যা পান্ডেও!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে দাপটে হারায় কলকাতা নাইট রাইডার্স। বোলিংয়ে উমেশ যাদব ও ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল নজর কেড়েছেন। কিন্তু মাঠের বাইরে, অর্থাৎ গ্যালারিতে কিন্তু নজর কাড়ল খান পরিবার।
বলিউডের বাদশা, তথা কলকাতা নাইট রাইডার্সের সহ কর্নধার শাহরুখ খানের তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রামকে দেখা যায় পার্পল ব্রিগেডের জন্য গলা ফাটাতে। এমনকি উপস্থিত ছিলেন সুহানার প্রিয় বন্ধু তথা বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেও, যিনি প্রখ্যাত অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে।
সুহানা খানকে দেখা যায় একটি হলুদ টপ পড়ে থাকতে, যাতে কলকাতা নাইট রাইডার্সের লোগো লাগানো ছিল। এছাড়া ছোট্ট আব্রামকেও দেখা যায় নাইট ব্রিগেডের জন্য গলা ফাটাতে। এছাড়া আরিয়ান ও অনন্যাকে পাশাপাশি বসেও ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে।
আর বারবার যেন ম্যাচের সম্প্রচারকারকদের ক্যামেরা ঘুরেছে সুহানা-অনন্যাদের দিকেই। ফলে মাঠে শ্রেয়াস-রাহানে-সাউদিরা পারফর্ম করলেও মাঠের বাইরে দারুণভাবে নজর কেড়েছেন বলিউডের Gen Z।
দেখুন সমস্ত ছবি -