বাবার আউটের প্রতিশোধ নিতে একী করলেন অর্জুন তেন্ডুলকর?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে থ্রিলার ম্যাচে, শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার শেষ ওভারে ২০ রান বাঁচিয়ে দেন। যার ফলে মুম্বাই ইন্ডিয়ান্স জয় ছিনিয়ে নেয়। আর শেষ ওভারেই অর্জুন তার আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমারকে শেষ বলে আউট করে।
মজার ব্যাপার হল, ১৪ বছর আগে একই ভেন্যুতে রঞ্জি ট্রফির ইতিহাসে শচীন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করা প্রথম এবং একমাত্র বোলার হয়েছিলেন ভুবনেশ্বর কুমার। এটি ছিল রঞ্জি ট্রফির ফাইনাল। শচীন তখন ১৫ বলে শূন্য রানে ব্যাট করছেন, তখন ১৮ বছর বয়সী ভুবনেশ্বর কুমারের বল দুরন্ত সুইং করে ও শচীনের ব্যাটে এজ লেগে বল শর্ট মিড-উইকেটে ক্যাচ হয়ে যায়।
কাকতালীয় হলেও একই মাঠে ওই ঘটনার ঠিক ১৪ বছর, ৩ মাস ৬ দিন পর, অর্জুন তেন্ডুলকর রঞ্জি ট্রফিতে তার বাবার আউটের প্রতিশোধ নিয়ে ভুবনেশ্বর কুমারকে তার প্রথম আইপিএল উইকেট হিসেবে বেছে নেন।
অর্জুন তেন্ডুলকর মুম্বাইয়ের হয়ে তাঁর পারফরম্যান্সের জন্য অত্যন্ত খুশি। ম্যাচ শেষে অর্জুন বলেন, “আমাদের পরিকল্পনা ছিল শুধু ব্যাটারের থেকে দূরে বল করা এবং ব্যাটসম্যানকে লং বাউন্ডারিতে শট খেলতে বাধ্য করা। আমি বোলিং পছন্দ করি, অধিনায়ক যখনই আমাকে বল করতে বলে আমি সেটা উপভোগ করি এবং দলের পরিকল্পনা মেনে চলি যাতে নিজের সেরাটা দিতে পারি"।
তিনি আরও বলেছেন যে, খেলার আগে তিনি তাঁর বাবার সাথে বোলিং কৌশল নিয়ে আলোচনা করেছিলেন এবং 'গুড লেন্থ' ও 'আপফ্রন্ট লাইন' বোলিং করার দিকে মনোনিবেশ করেছিলেন।