দিল্লির বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরান করে অভিষেক নায়ারকে গুরুদক্ষিণা দিলেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানের বড় জয় পেয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স দল। প্রথমে ব্যাটিং করে ২৭২ রানের বড় টার্গেট বেঁধে দেন নারাইন, রাসেল, অঙ্গকৃষ্ণরা। বুধবার আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে কলকাতা নাইট রাইডার্স দল। আর তাদের এই বড় জয়ের অন্যতম কারিগর ছিলেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী। ম্যাচ শেষে তাঁর এই দুর্দান্ত পারফর্ম্যান্সের জন্য তিনি সাংবাদিক সম্মেলনে অভিষেক নায়ারের প্রশংসা করেন।
১৮ বছর বয়সী অঙ্গকৃষ্ণ কলকাতার হয়ে আইপিএলে সুযোগ পেয়েই মাত্র ২৭ বলে ৫৪ রান করেন। অভিষেক নায়ার স্কুল অফ কোচিং থেকে প্রশিক্ষণ নেওয়া অঙ্গকৃষ্ণ নিজের গুরু অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন।
অঙ্গকৃষ্ণ বলেছেন, "অভিষেক আমার কাছে গুরু এবং আমার সবকিছু, আমি যেভাবে খেলার বিষয় ভাবি, আমি যেভাবে খেলার জন্য কাজ করি, আমি যা খাই, আমি যেভাবে অনুশীলন করি, তিনি আমাকে সবরকম বিষয় সাহায্য করেছেন। তাঁর সাথে আমার এমনই সম্পর্ক।"
অঙ্গকৃষ্ণ বলেছেন যে অভিষেক নায়ার তাঁকে যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন তারজন্য তাঁকে মাঠে ব্যাটিং করার সময় কিছু ভাবতে হয়না। তিনি নিজেকে এবং তাঁর কোচ অভিষেক নায়ারকে বিশ্বাস করেন।
২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ স্কোরার অঙ্গকৃষ্ণর জন্ম দিল্লিতে কিন্তু ১১ বছর বয়সে তিনি অভিষেক নায়ার এবং ওমকার সালভির তত্ত্বাবধানে অনুশীলন করতে মুম্বই চলে আসেন।
অঙ্গকৃষ্ণ বলেছেন, "আমি আমার এই ইনিংস আমার কোচ অভিষেক নায়ার এবং আমার সতির্থ ও সহযোগী কর্মীদের উৎসর্গ করতে চাই।"