বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে প্রত্যাবর্তন রাহানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিসিসিআই মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে যা শুরু হবে ওভালে আগামী ৭ই জুন।
ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি চলতি আইপিএলেও ভাল পারফমেন্সের জন্য অজিঙ্কা রাহানেকে দলে সুযোগ দেওয়া হয়েছে। তবে সূর্যকুমার যাদব দলে জায়গা পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন শার্দুল ঠাকুর।
তবে জসপ্রীত বুমরাহ, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্তের মতো খেলোয়াড়দের দলে নেওয়া হয়নি কারণ তারা চোটের সমস্যায় ভুগছেন।
বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট তাঁর জায়গা ধরে রেখেছেন, এর পাশাপাশি মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদবও রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দলের তিন বিশেষজ্ঞ স্পিনারও রয়েছেন।
একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, কে এল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ