শ্রেয়াস আইয়ারের ইগো নিয়ে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স! দাবি আকাশ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার ও প্যাট কামিন্সের অর্ধশতরানের ইনিংস নাইটদের রক্ষা করেছে। তবে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে এই ম্যাচেও ব্যর্থ হন।
মাত্র ১০ রান করে শ্রেয়াস আইয়ার ড্যানিয়েল স্যামসের বলে ক্যাচ আউট হন। এখনও অবধি আইপিএলে বড় ও গুরুত্বপূর্ণ কোনও ইনিংসই খেলতে পারেননি কেকেআর অধিনায়ক। আর শ্রেয়াসের এই আউটের ধরণ নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, "কলকাতার দুই ওপেনারই মেলে ধরতে পারছিল না। রাহানে আউট হয়ে গিয়েছিল এবং শ্রেয়াস নেমেছিল। ও দুটি চার মেরেছিল এবং ও নিজেও আউট হয়েছিল। শ্রেয়াস আইয়ার এখনও রান করতে পারেনি, আমার মতে ও নিজের উইকেট ছুঁড়ে এসেছে। এটা হয়ত কিছুটা ইগোর লড়াই, যে আমি তোমায় ছয় মারব।"
এরপর আকাশ চোপড়া জানিয়েছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের ফাঁদে পড়েছেন আইয়ার। তিনি বলেছেন, "আমি স্পিনের বিরুদ্ধে ছয় মারব, যদি তুমি শর্ট বল কর, আমি ছয় মারব। তুমি ইতিমধ্যে দুটি চার মেরেছ এবং একটা জীবন ইতিমধ্যেই পেয়েছ। এটি শ্রেয়াস আইয়ারের ইগোর সাথে খেলেছে, এবং দূরে ফিল্ডার রেখে বাউন্সার বল করেছিল।"