অনেকটা বেশি হয়ে গেল! হায়দ্রাবাদের বিরুদ্ধে KKR এর বোলিং নিয়ে বড় বার্তা আকাশ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে সাত উইকেটে পরাজিত হয় কলকাতা নাইট রাইডার্স। ১৭৬ রান ডিফেন্ড করতে গিয়ে কলকাতার বোলাররা ব্যর্থ হয়েছেন, তা বলাই যায়। এইডেন মার্করাম ও রাহুল ত্রিপাঠির ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতে যায় হায়দ্রাবাদ।
আর কলকাতার এই হারে তাদের বোলিং বিভাগকে দুষেছেন প্রাক্তন কেকেআর তারকা আকাশ চোপড়া। মূলত রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর তিন ওভারে ৪৫ রান খেয়ে যাওয়াটা বড় ফ্যাক্টর হিসেবে মনে করছেন আকাশ। তিনি জানিয়েছেন, আর এক স্পিনার সুনীল নারাইনের সাথে কতটা তফাৎ রয়েছে বরুণের।
নিজের ইউটিউব চ্যানেলে এই নিয়ে আকাশ বলেছেন, "বরুণ চক্রবর্তী পারছিল না। ও অনেক রান দিয়ে এসেছিল, তিন ওভারে ৪৫। এটা অনেক বেশি, আমার বন্ধু। সুনীল নারাইন আবারও অনেক কৃপণ, চার ওভারে মাত্র ২৩ রান।"
এদিকে দুই পেসার প্যাট কামিন্স ও উমেশ যাদবের পারফর্মেন্সেও খুশি নন আকাশ। তিনি বলেছেন, "কেকেআর একেবারেই ভালো বল করেনি। প্যাট কামিন্স বা উমেশ যাদব কেউই না। উমেশকে বড্ড ঢিলে লেগেছে। এই প্রথমবার ওর একটিও উইকেট আসেনি। এই মরশুম দুর্দান্ত গিয়েছে, কিন্তু এই ম্যাচে ওকে দুর্দান্ত বলা যাবে না। প্যাট কামিন্সও ৩.৫ ওভারে ৪০ রান দিয়েছে। এটি একটি বড় সমস্যা যে প্যাট কামিন্স এত রান দিচ্ছে। ও উইকেট তুলে নেয়, ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারে, কিন্তু প্রচুর রান দিয়ে আসছে।"
শেষে নতুন সুযোগ পাওয়া আমান খানকে মাত্র এক ওভার বল করানো নিয়েও অবাক আকাশ চোপড়া। তিনি বলেছেন, "আমান খান কেবল এক ওভারই করেছে, যেখানে ও ১৩ রান দিয়েছে। যদি আপনি আমান খানকে খেলান, তাহলে কেন শিবম মাভি নয়? ভেবে দেখুন ও অন্ততপক্ষে প্রমাণিত, আপনারা ওকে অনেক অর্থ দিয়ে কিনেছেন, ও এমন একজন যে এর আগে ভালো করেছে।"