এমন কাজ হলে পাঞ্জাব কিংসকে আটকাতে পারবে না নাইটরা! বড় দাবি আকাশ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম ম্যাচে পাঞ্জাব ব্যাট হাতে যে ঝড় দেখিয়েছে, তা সত্যিই অবাক করার মত। মাত্র এক ওভার বাকি থাকতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ২০৬ রান তাড়া করে দিয়েছিল পাঞ্জাব।
এবং এই নিয়ে কেকেআর সমর্থকদের জন্য বড় আশঙ্কার কথা প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন, যদি টসে জিতে পাঞ্জাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে কোনও লক্ষ্যই যথেষ্ট হবে না এই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, "ওদের (পাঞ্জাব) ব্যাটিংয়ে অনেক বিস্ফোরক শক্তি রয়েছে। ওরা অনবরত বোলারদের মারতে পারে এবং ভিন্ন ধারার ক্রিকেট খেলতে পারে। যদি পাঞ্জাব কিংস টস জিতে যায়, তাহলে প্রায় অসম্ভব হয়ে পড়বে ওদের আটকানোর। কারণ তাড়া করার সময়ে, ওরা হয়ত টুর্নামেন্টের সব থেকে বিস্ফোরক দল হতে পারে।"
যদিও আকাশ চোপড়া আশ্বস্ত করেছেন, পাঞ্জাবের তারকা ওপেনার শিখর ধাওয়ান অর্ধশতরান করবেন না, কারণটা হল দুরন্ত ফর্মে থাকা উমেশ যাদব। এই নিয়ে আকাশ বলেছেন, "আমার মনে হয় না শিখর ধাওয়ান অর্ধশতরান করবে। উমেশ যাদবের ক্ষমতা রয়েছে (বল সুইং করার)। যদি শিখর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তাহলে ওর শুরুতে আউট হওয়ার প্রবণতা বাড়বে। তাই আমার মতে, ও অর্ধশতরান করবে না।"