পাঞ্জাবের বিরুদ্ধে জয় সত্ত্বেও KKR অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে শোধরাতে হবে এই ভুল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২২ এর ম্যাচে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে অত্যন্ত আগ্রাসী অধিনায়কত্ব করেন শ্রেয়াস আইয়ার।
তবে ব্যাট হাতে ভালো শুরু করেও সেটিকে বড় ইনিংসে রুপান্তর করতে পারেননি শ্রেয়াস। ২৫ রান করে পাঞ্জাব কিংসের লেগ স্পিনার রাহুল চাহারের বলে আউট হন শ্রেয়াস। এমনকি, গত ম্যাচেও আরসিবির লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গার কাছে আউট হন শ্রেয়াস। আর এই বিষয়টি নিয়ে চিন্তিত প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।
তিনি জানিয়েছেন, লেগ স্পিনারদের বিরুদ্ধে সমস্যা রয়েছে শ্রেয়াসের এবং এই নিয়ে দ্রুত কাজ করতে হবে কেকেআর অধিনায়ককে।
এই নিয়ে আকাশ চোপড়া নিজের ইউটিউবে বলেছেন, "শ্রেয়াস আইয়ারের লেগ স্পিনারদের বিরুদ্ধে হয়ত সমস্যা রয়েছে। মনে হচ্ছে ও বলটি দেখে ছয় মারার চেষ্টায় রয়েছে। গত ম্যাচে ও হাসরঙ্গার কাছে আউট হয়। ও কিন্তু এই ধরণের শটে আউট হওয়ার মত নয়। শ্রেয়াস, এই বিষয়টিকে শুধরে নিতে হবে তোমায়।"