১৫ বছর আগের আইপিএলের সর্বপ্রথম ম্যাচ খেলা আরসিবি ও কেকেআর দলের ক্রিকেটাররা বর্তমানে কী করেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০০৮ সালের ঠিক আজকের দিনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বপ্রথম ম্যাচ খেলা হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হওয়া সেই ম্যাচ ভারত তথা ক্রিকেট বিশ্বের জন্য এক নতুন অধ্যায়ের সৃষ্টি করে। ঐতিহাসিক সেই ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালাম ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছিলেন। শাহরুখ খানের কেকেআর প্রথমে ব্যাট করে ২২২ রান করে, যার জবাবে আরসিবি মাত্র ৮২ রানে অল আউট হয়ে যায়। ১৪০ রানের এই বড় জয়ের ম্যাচে অজিত আগরকার ৩ উইকেট নেন এছাড়াও সৌরভ গাঙ্গুলি এবং অশোক দিন্দা ২টি করে উইকেট পেয়েছিলেন।
আইপিএলের সেই প্রথম ম্যাচের ১৫ বছর পেরিয়ে গেছে, বর্তমানে আইপিএলের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আইপিএলের ১৫ বছর পূর্তিতে চলুন জেনেনি কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সেই ঐতিহাসিক ম্যাচে যে সকল ক্রিকেটার খেলেছিলেন, তাঁরা বর্তমানে কী করছেন? ২০০৮ সালের প্রথম ম্যাচে খেলা ক্রিকেটারদের মধ্যে মাত্র ৩ জন ক্রিকেটার এখনও পেশাদার ক্রিকেট খেলছেন। তাঁরা হলেন বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহা এবং ইশান্ত শর্মা।
এছাড়া বাকি ১৯ জন ক্রিকেটার বর্তমানে কী করেন চলুন দেখেনি-
ব্র্যান্ডন ম্যাককালাম- ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ
সৌরভ গাঙ্গুলি- দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর
রিকি পন্টিং- দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ
ডেভিড হাসি- কলকাতা নাইট রাইডার্সের মেন্টর
মহম্মদ হাফিজ- এখনও ক্রিকেটের সাথে যুক্ত
লক্ষীরতন শুক্লা- বাংলা সিনিয়র দলের কোচ
অজিত আগরকর- দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ
মুরলী কার্তিক- জনপ্রিয় ধারাভাষ্যকার
রাহুল দ্রাবিড়- ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ
ওয়াসিম জাফর- বিখ্যাত ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞ
জ্যাক কালিস- কোচ এবং ধারাভাষ্যকার
ক্যামেরন হোয়াইট- বিগ ব্যাশ লিগের কোচ
মার্ক বাউচার- মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ
বলচন্দ্র অখিল- অজানা
অ্যাশলে নফকে- দ্য হান্ড্রেড ওমেন দলের কোচ
প্রবীণ কুমার- অবসর প্রাপ্ত ক্রিকেটার
জাহির খান- মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট ডিরেক্টর
সুনীল জোশি- প্রাক্তন ভারতীয় ক্রিকেট নির্বাচক