"হার্দিক অতিরিক্ত হাসছেন…" মুম্বই অধিনায়কের বিষয় একি বললেন কেভিন পিটারসন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল একপ্রকার দুঃস্বপ্ন হয়ে উঠেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডেয়ার জন্য। তাঁর নেতৃত্বে মুম্বই দল ৬ ম্যাচে মাত্র দুটিতে জয়লাভ করেছে। রোহিত শর্মার পরিবর্তে এই মরশুমেই তাঁকে অধিনায়ক করেছে মুম্বই ম্যানেজমেন্ট, আর তারপর থেকেই ভারতীয় সমর্থকদের একটি বড় অংশ তাঁকে নিয়ে কটাক্ষ-বিদ্রুপ করে চলেছেন। তবে হার্দিক পান্ডেয়া সর্বদা হাস্যময়, যেন কিছুই হয়নি। এই বিষয়টিকেই এবার সকলের নজরে আনলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ক্রিকেটার কেভিন পিটারসন।
আইপিএল সম্প্রচারকারী সংস্থাকে পিটারসন হার্দিকের অধিনায়কত্বের খামতি নিয়ে বলেছেন, "আমি এই সন্ধ্যায় যা দেখলাম তা খুব ভালো নয়। একজন অধিনায়ক ম্যাচ শুরুর ৫ ঘন্টা আগের টিম মিটিংয়ে ঠিক হওয়া প্ল্যান 'এ'-তে খেলছেন। কিন্তু পরিস্থিতির চাপে পরেও দরকারে প্ল্যান 'বি'-তে যাননি। পেস বোলাররা যখন ২০ রান দিচ্ছেন তখন কেন স্পিনারদের আনা হল না?"
এর পাশাপাশি পিটারসন জানিয়েছেন, "আমার মনে হয় ম্যাচের বাইরে যেসমস্ত ঘটনা ঘটছে তা হার্দিকের উপর প্রভাব ফেলছে। তিনি যখন টস করতে যাচ্ছেন অতিরিক্ত হাসছেন। তিনি নিজেকে খুব খুশি দেখানোর চেষ্টা করছেন। তিনি খুশি নন! আমিও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি এই ঘটনাগুলি প্রভাব ফেলে। গ্যালারি থেকে বু করা এবং হার্দিককে ধোনির ৬ মারার সময় আনন্দ করার দৃশ্য কষ্টদায়ক।"
এর সাথে কেভিন যোগ করেছেন, "তিনি একজন ভারতীয় ক্রিকেটার, তাঁরও অনুভূতি আছে। এইসকল ঘটনা তাঁকে এবং তাঁর ক্রিকেট খেলায় প্রভাব ফেলছে এবং এটি বন্ধ হওয়া প্রয়োজন।"