হার্দিক পান্ডিয়া কি টেস্ট ফরম্যাটে প্রত্যাবর্তন করবেন ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ এর চক্রে অভিযান শুরু করবে ভারতীয় দল। রোহিত শর্মা এবং তাঁর ছেলেরা ক্যারিবিয়ানদের বিরূদ্ধে ২ টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি ১২-১৬ই জুলাই ডমিনিকাতে উইন্ডসর পার্কে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২০-২৪শে জুলাই কুইন্স পার্ক ওভালে খেলা হবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে দল খেলেছিল সেই দল থেকে খুব বেশি পরিবর্তন করার সম্ভাবনা নেই ভারতীয় দল নির্বাচকদের। শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজার থাকা সত্ত্বেও, ভারতীয় দল হার্দিক পান্ডিয়ার মতো অল রাউন্ডারের অভাব বোধ করেছিল। কিন্তু হার্দিক তাঁর ইনজুরির কারণে টেস্ট ক্রিকেট খেলেননি।
আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ফিরছেন এই তারকা ব্যাটার
হার্দিক পন্ডিত তাঁর টেস্ট ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে বলেছেন, "আমি টেস্ট ক্রিকেট খেলার জন্য কঠিন অনুশীলনের মধ্য দিয়ে যাব। আমি আমার নিজের অবস্থান ঠিক করবো ও তারপরে ফিরে আসব। আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বা ভবিষ্যতের কোনও টেস্ট ম্যাচ ততক্ষণ খেলতে পারব না যতক্ষণ না আমি আমার নিজের জায়গা স্থির করতে পারি।"
প্রসঙ্গত, গুজরাট টাইটান্সের অধিনায়ককে সদ্য সমাপ্ত আইপিএলের ম্যাচে নিয়মিত বোলিং করতে দেখা গিয়েছিল সেখান থেকেই বোঝা প্রমাণ করে যে তিনি সম্পূর্ণ ফিট। কিন্তু লাখ টাকার প্রশ্ন হল বিশ্বকাপের আর মাত্র ৩ মাস বাকি এবং পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে তিনি কি ফরম্যাট পরিবর্তন করে টেস্ট ক্রিকেটে ফিরবেন?হার্দিক শেষবার ইংল্যান্ড সফরের সময় ২০১৮ সালে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে সেই সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ভারতের জয়ে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন।শিব সুন্দর দাসের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট স্কোয়াড বাছাই করার আগে হার্দিকের পরিকল্পনা কি তা জানতে চেয়ে তাঁর সঙ্গে কথা বলতে পারেন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে হার্দিক দলে যে ভরসা দেয় তাতে হার্দিক ডব্লিউটিসি ফাইনালে খেললে দলের জন্য বাড়তি অ্যাডভান্টেজ থাকত বলে তিনি মনে করেন। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও একই কথা বলেছেন। যে হার্দিক ডব্লিউটিসি ফাইনালে এক্স-ফ্যাক্টর হতেই পারত।হার্দিক নিজেও একই ভাবনা ভাবেন কি না সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টেস্ট ফরম্যাটের ক্ষেত্রে হার্দিকের প্রতি নির্বাচক এবং বিসিসিআইয়ের কর্তারা কি করবেন সেটাই এখন দেখার।