এক্সক্লুসিভ : গোয়ায় এসসি ইস্টবেঙ্গলের টিম হোটেলে ফের দারুণ চমক! বিস্তারিত পড়ুন...

সব্যসাচী বাগচী : মজিদ বিসকর, বাইচুং ভুটিয়া, আমেদ খান, পরিমল দে, সুরজিৎ সেনগুপ্তের পর এবার লাল-হলুদের ডাইনিং এরিয়ার 'ওয়াল অফ লেজেন্ডসে' শোভা পেতে চলেছে অরুণ ঘোষ, ভাস্কর গাঙ্গুলি, তুলসীদাস বলরাম, পিটার থঙ্গরাজদের ছবি। হেড কোচ রবি ফাউলার ও তাঁর দলের ফুটবলারদের চাঙ্গা রাখতে এমনই অভিনব পন্থা নিল এসসি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।
এই মুহূর্তে গোয়ায় হোটেল হিলটনে রয়েছে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল। সেই টিম হোটেলের রেস্টুরেন্ট সংলগ্ন দেওয়াল জুড়ে লাগানো হয়েছে ক্লাবের কিংবদন্তি ফুটবলারদের ফ্রেমবন্দি ছবি। কোনও ছবিতে মজিদ বিসকর, 'পাহাড়ি বিছে' বাইচুং ভুটিয়া। আবার আমেদ খান, পরিমল দে, সুরজিৎ সেনগুপ্ত, গৌতম সরকারদের ছবিও হোটেলের দেওয়ালে জ্বলজ্বল করছে।
বিনিয়োগকারী সংস্থার তরফে শ্রেণিক শেঠ বলছিলেন, "দলের দেশি ও বিদেশি ফুটবলারদের কাছে ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। তাছাড়া ওরা তো গোয়াতে আছে। ওরাও ক্লাবের ইতিহাস জানার পাশাপাশি এই ছবিগুলো দেখে রিল্যাক্স করতে পারবে। একইসঙ্গে ভবিষ্যতে কোনও এক সময় বর্তমান ফুটবলারদের ছবিও এমনভাবে শোভা পেতে পারে। তাই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।"
গত ৭ নভেম্বর এই স্টোরি আমাদের ইউ টিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম। তবে এখানেই শেষ নয়। লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিরা কিন্তু ফুটবলারদের উজ্জীবিত করার জন্য আরও নিত্য নতুন উপায় অবলম্বন করছেন। এই 'ওয়াল অফ লেজেন্ডসে' যুক্ত হতে চলেছে আরও বেশ কয়েকটি ছবি।
এযেন আক্ষরিক অর্থে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা। তাই তো এবার লাল-হলুদের ডাইনিং এরিয়ার 'ওয়াল অফ লেজেন্ডসে' শোভা পেতে চলেছে অরুণ ঘোষ, ভাস্কর গাঙ্গুলি, তুলসীদাস বলরাম, পিটার থঙ্গরাজ, সৈয়দ নইমুদ্দিন, মনোরঞ্জন ভট্টাচার্য, সুকুমার সমাজপতি, সমরেশ চৌধুরী, রামবাহাদুর, কৃষানু দে ও তরুণ দে'র মত দিকপাল ফুটবলারদের ছবি।
তবে লাল-হলুদের একাধিক প্রাক্তন ফুটবলারদের সঙ্গে এই 'ওয়াল অফ লেজেন্ডসে' ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ছবিও থাকছে। কারণ, 'হরিয়ানা হ্যারিকেন'ও যে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন। ছবিগুলো ইতিমধ্যেই গোয়া পৌঁছেও গিয়েছে। একঝাঁক প্রবাদপ্রতিম ফুটবলারদের ছবিগুলো আগামী কয়েকদিনের মধ্যেই হোটেলের ডাইনিং এরিয়াতে শোভা পাবে।
কিন্তু কেন এই প্রচেষ্টা করছে? রবি ফাউলারের দলে একঝাঁক বিদেশি। ভারতীয় ফুটবলের নিরিখে সবাই নবাগত। এরসঙ্গে যোগ হয়েছেন বলবন্ত সিং-জেজে-মহম্মদ রফিক-দেবজিত মজুমদার-শঙ্কর রায়'দের মত ভারতীয় ফুটবলের একাধিক চেনা মুখ। যাদের অনেকের কাছে শতবর্ষে পা রাখা ইস্টবেঙ্গলের গৌরবময় ইতিহাস অজানা। এদিকে পরিবার ছেড়ে ফাউলার ও তাঁর দল গোয়াতে রয়েছে। তাই তাদের একঘেয়েমি কাটানোর পাশাপাশি আইএসএল খেলতে নামার আগে দলকে উজ্জীবিত করতে এমন অভিনব পদ্ধতি নিল টিম ম্যানেজমেন্ট।
শুধু তাই নয়, শতবর্ষের ইতিহাস সংক্ষিপ্ত ডকুমেন্টারি আকারে পিডিএফ করে কোচ, ফুটবলারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে মাঠে নামার আগে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে, ডার্বি যুদ্ধ দিয়ে আইএসএল অভিযান শুরু করতে পারে লাল-হলুদ বাহিনী।