ইস্টবেঙ্গলের হয়েই তাঁর যাবতীয় সাফল্য, জানালেন দীপক মন্ডল...

নিজস্ব প্রতিনিধি: দুটো বড় ক্লাবের মধ্যে ইস্টবেঙ্গলেই তাঁর সাফল্য বেশি। এক্সট্রাটাইম বাংলা ফুটবল শো'তে এসে জানালেন দীপক মন্ডল।
তিনি বলেন, "ইস্টবেঙ্গলের হয়ে আসিয়ান কাপ ছাড়াও দুবার জাতীয় লিগ, কলকাতা লিগ ও আরও অনেক ট্রফি জিতেছি। তবে দুটো ক্লাবেই চাপ আছে। যেটা বাইরের ক্লাবে নেই।"
দেড় বছর ফুটবলের মধ্যে না থাকলেও, ডিফেন্ডার হিসাবে সব পজিশনে খেলতে পারেন দীপক মন্ডল। তিনি বলেন, "মাহিন্দ্রা থাকার সময় লেফট ব্যাকে পর্যন্ত খেলেছিলাম। ডান পায়ের ফুটবলার হওয়া সত্ত্বেও। তার কারণ মাহিন্দ্রার কোনও লেফট ব্যাক ছিল না। তাই সুরকুমারকে ডানদিকে দিয়ে আমি বাঁ দিকে খেলেছিলাম।"
তবে আসিয়ান কাপ জয়ের জন্য যাবতীয় কৃতিত্ব সুভাষ ভৌমিকেই দিলেন দীপক মন্ডল। তিনি বলেন, উনি ছাড়া বোধহয় আর কেউই আসিয়ান কাপ জয়ের স্বপ্ন দেখেন নি। এমনকি আমরাও। উনি বিশ্বাস করেছিলেন ফুটবলারদের সুযোগ সুবিধা দিলে, ওরাও ফেরত দেবে। না হলে কেউ একমাস পাঁচ তারা হোটেলে রেখে, বিদেশি কেভিন জ্যাকসনকে এনে আমাদের কেউ তৈরি করে!