আসিয়ান কাপ ট্রফি সেলিব্রেশনে তাঁর ছবি না থাকার কারণ জানালেন দেবজিত ঘোষ...

নিজস্ব প্রতিনিধি: তাঁর জীবনে দুটো ট্রফি জয় বিশেষভাবে স্মরণীয়। এক, ভারতের হয়ে এলজি কাপ। আর দুই, নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের হয়ে আসিয়ান কাপ। কিন্তু আসিয়ান কাপ জিতলেও, আসিয়ান কাপ ট্রফি সেলিব্রেশনে তাঁর কোনও ছবি নেই। কেন জানেন? সেটাই এক্সট্রাটাইম বাংলা ফুটবল শো'তে এসে বলছিলেন দেবজিত ঘোষ।
যেহেতু তিনি সেমিফাইনাল ও ফাইনালে খেলতে পারেননি, সেহেতু তিনি মনের দুঃখে কোনও ট্রফি সেলিব্রেশনে ছিলেন না। গুরুতর চোট পেয়ে হাসপাতালে যেতে না হলে, তিনি সেমিফাইনাল ও ফাইনালে স্বাভাবিকভাবেই প্রথম একাদশে খেলতেন। এই দুঃখেই ট্রফি সেলিব্রেশনে তিনি কোনও ছবি তোলেন নি।
তাঁর জীবনে অমল দত্তের গুরুত্ব অপরিসীম। আজ দেবজিত ঘোষ হওয়ার পিছনে ৫০ শতাংশ দাবিদার প্রয়াত কোচ। দেবজিত ঘোষ বলছিলেন, উনি যেমন সেন্ট্রাল ডিফেন্ডার থেকে আমাকে মাঝমাঠে নিয়ে এসেছিলেন, তেমনই ডায়মন্ড ম্যাচের জন্য আমাকে দারুনভাবে তৈরি করেছিলেন। উনি আমায় বিশেষ অনুশীলন দিতেন। তার জন্য ওনাকে আমার বাড়ি থেকে তুলে আনতে হত, আবার দিয়ে আসতেও হত।
ইস্টবেঙ্গল ক্লাবে স্বপন বলের অবদান ভোলার নয়। দেবজিত বলেন, আমার বেশ মনে আছে চন্দন দাসের জোড়া গোলে ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর রাজধানীতে ফেরা নিয়ে সমস্যা হয়েছিল। পুজোর সময় ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিল না। স্বপনদা অনুরোধ করে এক্সট্রা বগি লাগিয়ে দিয়েছিল। এই রকম অজস্র ঘটনা আছে স্বপনদাকে নিয়ে। ইস্টবেঙ্গল যতদিন থাকবে, স্বপন দাও ততদিন থাকবে।