ঘরের মাঠে রাজস্থানের কাছে হার! লিগ টেবিলে কতটা ধাক্কা হজম করল কলকাতা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল ২০২৪-এ নিজেদের দ্বিতীয় হার হজম করল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে লিগ টপার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২২৩ রানের বড় স্কোর তুললেও, জস বাটলারের দুরন্ত শতরানের সৌজন্যে শেষ বলে লক্ষ্য তুলে নেয় রাজস্থান।
এখন প্রশ্ন হল, এই হারের ফলে কী লিগ টেবিলে ধাক্কা খেল কলকাতা? এই ম্যাচ খেলার আগে রাজস্থানের ঠিক নীচে দ্বিতীয় স্থানে ছিল কলকাতা। রাজস্থানের কাছে হেরে কোথায় নামল কলকাতা? চলুন দেখে নিই।
নাইট সমর্থকদের জন্য সুখবর, এই হার সত্ত্বেও দ্বিতীয় স্থানেই রয়েছে কলকাতা। ৬ ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে কেকেআর, যদিও আরও দুইটি দলের পয়েন্ট ৮। কিন্তু ভালো নেট রান রেটের জন্য দ্বিতীয় স্থানে নাইটরা (+১.৩৯৯)। এমনকি, ১০টি দলের মধ্যে সব থেকে ভালো নেট রান রেট নাইটদেরই।
এদিকে এই ম্যাচ জিতে শীর্ষস্থান আরও পাকা করল সঞ্জু স্যামসনের দল। ৭ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে তাদের, নেট রান রেট +০.৬৭৭। তিন আর চারে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলেরই ৬ ম্যাচে ৮ পয়েন্ট। তবে চেন্নাইয়ের নেট রান রেট +০.৭২৬, আর হায়দরাবাদের ক্ষেত্রে সেটি +০.৫০২।
পাঁচ ও ছয়ে রয়েছে যথাক্রমে লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স। দুই দলেরই ৬ ম্যাচে ৬ পয়েন্ট, যদিও লখনউয়ের নেট রান রেট (+০.০৩৮) গুজরাটের থেকে (-০.৬৩৭) অনেক ভালো।
এরপর ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে সাতে পাঞ্জাব কিংস (-০.২১৮), আটে মুম্বাই ইন্ডিয়ান্স (-০.২৩৪) ও নয়ে দিল্লি ক্যাপিটালস (-০.৯৭৫)। আর একেবারে শেষে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে রয়েছে তারা। নেট রান রেটও তাদের সব থেকে খারাপ, -১.১৮৫।