নির্বাচকদের এই শর্ত পূরণ করলেই টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতের দল নির্বাচন নিয়ে জটিলতা চলছে। যার মধ্যে অন্যতম বড় নাম হল বিরাট কোহলি। আইপিএল শুরুর আগে বিরাট কোহলিকে বিশ্বকাপের দলে রাখা নিয়ে উঠেছিল প্রশ্ন।
তবে চলতি আইপিএলে নিজের জাত চিনিয়েছেন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করে ৭ ম্যাচে ১৪৭ এর স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন তিনি, যার জন্য অরেঞ্জ ক্যাপ নিয়ে রয়েছেন। এবার জাতীয় দলেও বিরাটকে ওপেনার হিসেবে চাইছেন নির্বাচকরা।
দৈনিক জাগরণের রিপোর্ট অনুযায়ী, গত সপ্তাহে মুম্বাইয়ে আলোচনায় বসেছিলেন অধিনাইয়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। সেই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল, কীভাবে বিরাট কোহলিকে জায়গা দেওয়া হবে দলে। আর সেখানে উঠে এসেছে রোহিত শর্মার সাথে বিরাটের ওপেনিং করার বার্তা। সেক্ষেত্রে যদি রোহিতের সাথে ওপেনিং করতে রাজি থাকেন বিরাট, তাহলে টি২০ বিশ্বকাপে অনায়াসে জায়গা পাবেন কিং কোহলি।
যদিও জাতীয় দলের হয়ে ওপেনিং নতুন নয় বিরাটের কাছে। বলা বাহুল্য, নিজের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা করেছিলেন ওপেনার হিসেবে, ২০০৮ সালে শ্রীলঙ্কা ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে। টি২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে ৯ বার ওপেন করেছেন বিরাট, সেখানে ৫৭ এর গড়ে ৪০০ রান করেছেন তিনি।
এমনকি, টি২০ আন্তর্জাতিকে বিরাটের গড় স্ট্রাইক রেট ১৩৮ হলেও, ওপেনার হিসেবে তা বেড়ে যায় ১৬১-তে। ওপেনিং করেই বিরাট নিজের টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের একমাত্র শতরান করেছিলেন, ২০২২ সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে।
এদিকে রোহিত শর্মার সাথে এক বারই ওপেন করেছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে এই দুই মহাতারকা ৯ ওভার ব্যাট করে ৯৪ রান তুলেছিলেন। যেখানে শেষ অবধি বিরাট ৫২ বলে ৮০ আর রোহিত ৩৪ বলে ৬৪ রান করেছিলেন।