ধোনিকে টি২০ বিশ্বকাপে নিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ রোহিতের, দীনেশ কার্তিকেও মুগ্ধ ভারত অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ভারতীয় দলের নির্বাচকদের নজরে থাকবে অবশ্যই উইকেটকিপার ব্যাটারদের দিকে। আর সেখানে দুই 'তরুণ' উইকেটকিপার ইনিংসের শেষে ঝড় তুলে চলেছেন। একজন হলেন ৩৮ বছর বয়সী দীনেশ কার্তিক, যিনি চলতি আইপিএলে দুটি অর্ধশতরান সহ ২০০ স্ট্রাইক রেটে ২২৬ রান করেছেন। অন্যদিকে সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার বল খেলে তিনটি ছক্কা হাঁকিয়েছেন ৪২ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনি।
এদিকে যখন ঋষভ পন্থকে আসন্ন টি২০ বিশ্বকাপে প্রথম চয়েস উইকেটকিপার হিসেবে ধার্য করা হচ্ছে, সেখানে এই দুই অভিজ্ঞ কিপারের এমন পারফর্মেন্স ভাবনায় ফেলেছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এমনকি, তিনি ইচ্ছাপ্রকাশ করেছেন ৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনিকে বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার। তবে দীনেশ কার্তিকে মুগ্ধতা প্রকাশ করেছেন রোহিত।
অ্যাডাম গিলক্রিস্টের সাথে একটি পডকাস্টে রোহিত বলেছেন, "আমি মুগ্ধ, বিশেষ করে দীনেশের প্রতি। যেভাবে কয়েক দিন আগে উনি ব্যাট করেছেন। এদিকে ধোনিও, চার বল খেললেন, ২০ রান করে বড়সড় প্রভাব ফেললেন। সেটাই ম্যাচে পার্থক্য তৈরি করেছে।"
এরপর রোহিত বলেন, "এমএসডিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য রাজি করানো কঠিন হবে। উনি ক্লান্ত হয়ে পড়েছেন। যদিও উনি আমেরিকায় আসবেন, অন্য কিছু করতে। উনি এখন গল্ফ খেলছেন, তাই ওখানে গিয়ে গল্ফ খেলবেন। ডিকে-কে রাজি করানো সহজ হবে আমার মনে হয়।"