ব্যর্থ সুনীল নারিনের শতরান! ঘরের মাঠে হার নাইট ব্রিগেডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। আইপিএলে সপ্তম শতরান পেয়ে গেলেন জস বাটলার। নাইটদের বিরুদ্ধে ২ উইকেটে জয় তুলে নিল রাজস্থান।
এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। ৬ উইকেটে কেকেআর করে ২২৩ রান। সুনীল নারিন করেন দুরন্ত ৫৬ বলে ১০৯ রান। আবেশ খান ও কুলদীপ সেন ২টি করে এবং ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল নেন ১টি করে উইকেট।
জবাবে ২২৪ রানে তাড়া করতে নেমে ১০০ রানে চার উইকেট হারায় রাজস্থান রয়্যালস। তা সত্ত্বেও ৮.২ ওভারে ১০০ রান তুলে ফেলেছিল তারা। যশস্বী জয়সওয়াল ১৯, সঞ্জু স্যামসন ১২, রিয়ান পরাগ ৩৪ ও ধ্রুব জুরেল ২ রান করেন। ৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের রান ছিল ৪ উইকেটে ১০১। এরপর একা দলের হাল ধরেন জস বাটলার।
শেষ ২ ওভারে রাজস্থান রয়্যালসের দরকার হয়ে পড়ে ২৯ রান। ১৯তম ওভারে হর্ষিত রানা ১৯ রান
দিয়ে দেন। ফলে শেষ ৬ বলে জেতার জন্য দরকার ছিল ৯ রান। শেষ ওভারে জন বরুণ চক্রবর্তী। প্রথম বলে ছয় মেরে শতরানে পৌঁছেও সেলিব্রেশন করেননি বাটলার। পরের তিন বলে রান নেননি। পঞ্চম বলে ২ রান নেন, শেষ বলে চার মেরে দলকে জেতান তিনি। জস বাটলার ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকলেন। ২ উইকেটে জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস।