ম্যাচ হেরেও রেহাই নেই! এবার শাস্তির মুখে পড়লেন নাইট অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে হার, তার উপর এবার শাস্তির মুখে পড়লেন শ্রেয়স আইয়ার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন কেকেআর অধিনায়ক। তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: রাজস্থানের কাছে জেতা ম্যাচ হেরে কলকাতার ড্রেসিংরুমে এই কাজ করলেন শাহরুখ খান
আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, "কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ারকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হচ্ছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআর প্রথম বার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়। সেই নিয়মে শ্রেয়সকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরের ম্যাচে একই অপরাধ করলে শাস্তির মাত্রা আরও বাড়বে।"
ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ''হঠাৎ সব কী হল বুঝে উঠতে পারছি না। এই হার থেকে শিক্ষা নিতে হবে। ঘুরে দাঁড়াতে হবে। এই হার থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। তবে নারিন এই দলের জন্য একটি বড় সম্পদ। যখন ও সুযোগ পায়, তখন সেটাই কাজে লাগায়। আমি খুশি যে, ও আমাদের দলের সদস্য।"