দর্শকের বিদ্রুপের পর এবার বিসিসিআইয়ের শাস্তির শিকার হার্দিক পান্ডিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলে বর্তমানে দর্শকদের কাছে ক্রমাগত বিদ্রুপের শিকার হচ্ছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে যখনই মাঠে নেমেছেন হার্দিক, ততবারই ওয়াংখেড়ে হোক কিংবা অন্য মাঠে, দর্শক-সমর্থকদের সমালোচনার শিকার হয়েছেন হার্দিক।
যদিও সেই বিদ্রুপকে এড়িয়ে বৃহস্পতিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসকে হারায় হার্দিক পান্ডিয়ার মুম্বাই। তবে সেই জয় সত্ত্বেও আরও একটি খারাপ খবর এল হার্দিকের কাছে। আইপিএলের আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে মুম্বাই অধিনায়কের বিরুদ্ধে।
কিন্তু কেন? পাঞ্জাবের বিরুদ্ধে স্লো ওভার রেটে বল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এক্ষেত্রে শাস্তি পেতে হয়েছে শুধু হার্দিককেই, কারণ এবারের আইপিএলে এই প্রথম মন্থর ওভার রেটে বল করেছে তার দল। ফলে ম্যাচ ফি থেকে জরিমানা দিতে হবে হার্দিককে।
তবে এর পরের বার এমন ভুল করলে গোটা মুম্বাই দলকে শাস্তি পেতে হবে, আর জরিমানার অঙ্ক দ্বিগুণ হয়ে যাবে। তৃতীয়বার এই অপরাধ করলে এক ম্যাচ থেকে নির্বাসিত হতে হবে অধিনায়ক হার্দিককে।