শচীন তেন্ডুলকরের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন সৌরভ গাঙ্গুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২৪ এপ্রিল, কিংবদন্তি শচীন তেন্ডুলকরের জন্মদিন। মাস্টারব্লাস্টারের ৫১তম জন্মদিন গোটা বিশ্বজুড়েই উদযাপন করা হচ্ছে। এরই মাঝে তাঁর প্রিয় বন্ধু সৌরভ গাঙ্গুলির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার হয় যা মন জিতে নেয় নেটিজেনদের।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি শচীন তেন্ডুলকরকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য শোলে সিনেমার 'ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে' বেছে নেন।
ক্রিকেটের ২২ গজে একসাথে জুটি বেঁধে ভারতীয় দলকে একের পর এক ম্যাচ জিতিয়েছিলেন শচীন-সৌরভ। শচীন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি একসাথে মোট ৩৪১ টি ম্যাচ খেলেছিলেন যেখানে তাঁদের দুজনের সম্মিলিত রান সংখ্যা ২৪,০০০।
১৬ বছর তাঁরা একসাথে জুটি বেঁধে খেলেছেন। তাঁদের সেই ঐতিহাসিক যুগলবন্দী ক্রিকেট মাঠের বাইরেও অটুট। আর তারই অন্যতম প্রমাণ সৌরভ গাঙ্গুলির এই পোস্ট।