অলিম্পিকে বঞ্চিত অর্জুন পুরস্কার প্রাপ্ত ঐহিকা! বিতর্কিত সিদ্ধান্ত বোর্ডের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি হারিয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড় চিনের সুন ইয়েংসাকে। অসাধারণ পারফর্ম্যান্সের কারণে জিতেছেন অর্জুন পুরস্কার। এশিয়ান গেমসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সাথে জুটি বেধে ব্রোঞ্জ জিতেছিলেন ঐহিকা। তারপরেও আসন্ন অলিম্পিকসে ভারতীয় দলে জায়গা হলনা ঐহিকার।
বৃহস্পতিবার ভারতের টেবল টেনিস দল ঘোষণা করেছে টেবিল টেনিস ফেডারেশন। মহিলাদের দলে সুযোগ পেয়েছেন— মণিকা বাত্রা, শ্রীজা আকুলা ও অর্চনা কামথ। ঐহিকাকে রাখা হয়েছে পরিবর্ত হিসাবে। অন্যদিকে পুরুষদের দলে রয়েছেন শরথ কমল, হরমিত দেশাই ও মানব ঠক্কর। পরিবর্ত হিসাবে রাখা হয়েছে জি সাথিয়ানকে।
আরও পড়ুন- কেন যুবভারতীতেই শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী? জানালেন সাংবাদিক বৈঠকে
ঐহিকাকে সুযোগ না দেওয়ার কারণ হিসাবে টেবিল টেনিস ফেডারেশন জানিয়েছে যে ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের তৃতীয় খেলোয়াড় নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুযোগ পান অর্চনা কামথ। কারণ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্চনা ভাল খেলেছে। এর পাশাপাশি অর্চনার বিশ্ব র্যাঙ্কিংও ঐহিকার থেকে ভাল। ঐহিকার র্যাঙ্কিং ১৩৬ অন্যদিকে অর্চনার র্যাঙ্কিং ১০৩।
তবে বাংলার ঐহিকার সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে গোটা দেশ জুড়ে।