মাত্র ১২ সেকেন্ডেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন নীরাজ চোপড়া, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের ইউজিনে আয়োজিত হওয়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে চমকে দেন নীরাজ চোপড়া। জ্যাভেলিন থ্রোয়ের ইভেন্টে মাত্র ১২ সেকেন্ডে ফাইনালের যোগ্যতা অর্জন করেন এই তারকা অ্যাথলিট। নিজের প্রথম থ্রোতেই ফাইনালের জায়গা সুরক্ষিত করেন নীরাজ।
যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-তে ছিলেন নীরাজ, এবং যোগ্যতা অর্জনের নির্নায়ক মাণ ছিল ৮৩.৫০ মিটার। কিন্তু নীরাজ নিজের প্রথম প্রয়াসেই ৮৮.৩৯ মিটার ছোঁড়েন, যার ফলে সরাসরি তিনি ফাইনালে চলে যান।
এবং গ্রুপ এ-তে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছেন নীরাজ। যদিও গ্রুপ বি-তে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস ৮৯.৯১ মিটার ছুঁড়েছেন, যা এই যোগ্যতা অর্জন পর্বে সর্বোচ্চ। ফলে আগামী রবিবার হওয়া ফাইনালে নীরাজের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবেন পিটারস।
দেখুন নীরাজের সেই থ্রো -
ফাইনালে যোগ্যতা অর্জন করার পর নীরাজ বলেন, "খুব ভালো শুরু হয়েছে। আমি ফাইনালে নিজের শতভাগ দেব। আমার দৌড়ের সময়ে কিছুটা এলোমেলো হয়েছিল। আমি একটু নড়বড়ে ছিলাম, কিন্তু থ্রোটা খুব ভালো হয়েছে।"
এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে রয়েছেন নীরাজ। গত জুন মাসে ফিনল্যান্ডের পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুঁড়েছিলেন নীরাজ। এছাড়া ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার ছোঁড়েন তিনি। এর মাঝে ফিনল্যান্ডে কুয়োর্তান গেমস জিতেছেন নীরাজ।