ভিডিও : সম্মান জানাতে এই বিশেষ ট্যাটু আঁকালেন ভক্ত! দেখে মুগ্ধতা প্রকাশ রজার ফেডেরারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রাফায়েল নাদাল হয়ত সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার ক্ষেত্রে শীর্ষে রয়েছেন, এছাড়া বর্তমানে টেনিস সার্কিটে দাপিয়ে খেলছেন নোভাক জকোভিচ। তবে আধুনিক টেনিসে রজার ফেডেরারের নাম সর্বাগ্রে থাকবে, সেটি বলাই যায়। অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় ধরে কোর্টের বাইরে রয়েছেন ফেডেরার, আর ভক্তরা অপেক্ষা করছেন কবে তিনি নামবেন।
এই পরিস্থিতিতে কোর্টের বাইরে জীবন উপভোগ করছেন সুইস কিংবদন্তী। আর সেই সময় এক ভক্তের পাগলামো দেখে মুগ্ধ হয়ে গেলেন ফেডেরার। মঙ্গলবার এটিপি নিজেদের টুইটার পেজে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে এক ভক্ত ফেডেরারের সাথে এক রেস্তোরাঁয় আলাপ করেন।
সেই ভক্ত ফেডেরারকে নিজের বাহুতে আঁকা একটি ট্যাটু দেখান, যা টেনিস কিংবদন্তিকে উৎসর্গ করে আঁকা। একটি টেনিস কোর্ট আঁকা রয়েছে, যেখানে ফেডেরারের জনপ্রিয় একটি উক্তি লেখা রয়েছে, যা হল, "There is no way around Hard Work, Embrace it"
আর সেই ট্যাটু দেখে হতবাক হয়ে যান স্বয়ং ফেডেরার, এবং মুগ্ধতায় সেই ভক্তকে জড়িয়ে ধরেন তিনি। আর এই মুহুর্তটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন ভিডিও -