আবারও নতুন করে শুরু করতে হবে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা বোর্গোহাইকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা বোর্গোহাইয়ের আগামী লক্ষ্য প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়। কিন্তু সেই লক্ষ্যে যাওয়ার আগে লভলিনার জন্য এল খারাপ খবর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যসমিতি বোর্ড প্যারিস অলিম্পিকের জন্য বক্সিংয়ের ওয়েট ডিভিশনের পরিবর্তন করেছে, যা পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই ঘটেছে।
এর ফলে লভলিনার বিভাগ, অর্থাৎ ওয়েল্টারওয়েট বিভাগ সরে গিয়েছে। টোকিও অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা। কিন্তু আইওসি কার্যসমিতি বোর্ড ৬৯ কেজি বিভাগকে সরিয়েছে। এখন মহিলা বক্সিংয়ে পাঁচটি থেকে বেড়ে ছয়টি ওয়েট বিভাগ করা হয়েছে, যা হল ৫০ কেজি, ৫৪ কেজি, ৫৭ কেজি, ৬০ কেজি, ৬৬ কেজি ও ৭৫ কেজি।
এর ফলে লভলিনাকে ৬৬ কেজি ও ৭৫ কেজি বিভাগের মধ্যে একটীকে নির্বাচন করতে হবে। ইতিমধ্যেই ৭৫ কেজি বিভাগে অংশগ্রহণ করেন হরিয়ানার সাউইটি বুরা।
এদিকে প্যারিস অলিম্পিকে পুরুষদের বক্সিংয়ে সাতটি বিভাগ হয়েছে, ৫১ কেজি, ৫৭ কেজি, ৬৩.৫ কেজি, ৭১ কেজি, ৮০ কেজি, ৯২ কেজি ও ৯২ কেজির অধিক।