রাজ্য সাঁতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে নজর কাড়লেন সৌগত ও সৌবৃতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের আয়োজনে বেলেঘাটার সুভাষ সরোবরে জমজমাট উপায়ে আয়োজিত হল রাজ্য সিনিয়র সাঁতার চ্যাম্পিয়নশিপ ২০২৫। গত ৬ জুন থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে রবিবার ৮ জুন।
এবারের প্রতিযোগিতায় নজর কেড়েছেন দক্ষিণ ২৪ পরগণার সৌগত দাস ও হাওড়ার সৌবৃতি মন্ডল। ২০০ মিটার ফ্রিস্টাইলে স্টেট রেকর্ড গড়ে প্রতিযোগিতায় মোট ৫টি সোনা জিতেছেন বারুইপুরের সৌগত। অন্যদিকে জাতীয় গেমসে নজর কাড়া সৌবৃতি তিনটি ইভেন্টে স্টেট রেকর্ড গড়ে জিতেছেন তিনটি সোনা।