নিজের শেষ উইম্বলডনেও ম্যাজিক দেখাচ্ছেন সানিয়া মির্জা, পৌঁছলেন সেমি ফাইনালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি উইম্বলডনে নিজের চমক দেখিয়ে চলেছেন ভারতের অভিজ্ঞ টেনিস তারকা সানিয়া মির্জা। মিক্সড ডাবলস ইভেন্টে ক্রোয়েশীয় পার্টনার ম্যাটে পাভিচের সাথে সেমি ফাইনালে পৌঁছলেন ভারতের টেনিস সুন্দরী।
ষষ্ঠ বাছাই মির্জা-পাভিচ দুর্ধর্ষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৬-৪, ৩-৬, ৭-৫ ফলে হারান চতুর্থ বাছাই কানাডিয়ান-অস্ট্রেলিয়ান জুটি গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি ও জন পিয়ার্সকে।
সেমি ফাইনালে, সানিয়া-পাভিচকে খেলতে হবে সপ্তম বাছাই রবার্ট ফারাহ ও জেলেনা ওস্টাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপ্সি ও ডেসিরায় ক্রাজিকের বিজয়ীর বিরুদ্ধে।
অল ইংল্যান্ড ক্লাবে মিক্সড ডাবলসে এটিই সেরা পারফর্মেন্স সানিয়ার। এর আগে ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল অবধিই পৌঁছন সানিয়া। এবং উইম্বলডনই একমাত্র গ্র্যান্ড স্ল্যাম যেখানে সানিয়া মিক্সড ডাবলসে খেতাব জেতেননি।
বলা বাহুল্য, এটিই সানিয়ার শেষ উইম্বলডন হতে চলেছে। যেহেতু তিনি চলতি মরশুমের শেষেই অবসর ঘোষণা করবেন।