ইন্দোনেশিয়া ওপেন অভিযান শেষ পিভি সিন্ধু ও সাই প্রণীথের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্দোনেশিয়া ওপেনের শুরুটা ভালো হল না ভারতের। প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পিভি সিন্ধু ও সাই প্রণীথ।
মঙ্গলবার জাকার্তায় চীনের বিং জিয়াওর কাছে ১৪-২১, ১৮-২১ ফলে হারেন সিন্ধু। বিশ্বের ৯ নম্বর শাটলারের বিরুদ্ধে শুরুতে দাপট দেখাতে পারছিলেন না সিন্ধু, তবে বিরতির পর আগ্রাসী খেলা খেলেন তিনি। কিন্তু চীনের এই খেলোয়াড় নিজের দাপট অব্যাহত রেখেছিলেন এবং জয় তুলে নেন।
চলতি মরশুমে সৈয়দ মোদী আন্তর্জাতিক ও সুইস ওপেন জিতেছিলেন সিন্ধু। গতবারের সাক্ষাতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে বিং জিয়াওকে হারিয়েছিলেন সিন্ধু। কিন্তু এবার তা করতে পারলেন না ভারতীয় শাটলার।
এদিকে ডেনমার্কের হান্স-ক্রিস্টিয়ান সলবার্গ ভিট্টিংঘাসের কাছে ১৬-২১, ১৯-২১ ফলে হারেন ভারতের সাই প্রণীথ। দুর্দান্ত লড়াই দেখালেও ড্যানিশ শাটলারের কাছে হার মানেন প্রণীথ।
এদিকে ভারতের মিক্সড ডাবলস জুটি ইশান ভাটনগর ও তানিশা ক্রাস্টো হারেন হংকংয়ের জুটি চাং টাক চিং ও এনসি উইং ইউং হংয়ের কাছে। ৩২ মিনিটের ম্যাচে ১৪-২১, ১১-২১ ফলে পরাস্ত হয় ভারতীয় জুটি।