মালয়েশিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলেন সিন্ধু-প্রণয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মালয়েশিয়ান ওপেনে দুর্দান্ত পারফর্মেন্স বজায় রেখেছেন পি ভি সিন্ধু ও এইচ এস প্রণয়। দুই ভারতীয় শাটলার দুই ভিন্ন ধরণের জয় উপভোগ করে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করল।
ওয়ার্ল্ড ট্যুড় সুপার ৭৫০ ইভেন্টে এই দুই তারকা ভারতের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন। এক দিকে সিন্ধু হারান থাইল্যান্ডের ফিত্তায়াপোর্ন চাইওয়ানকে, অন্যদিকে প্রণয় উড়িয়ে দেন বিশ্বের চার নম্বর চৌ তিয়েন চেনকে।
শুরুর দিকে সিন্ধু কিছুটা ধীরগতিতে খেলেন, অন্যদিকে নিজের স্কিলে সিন্ধুকে বারবার পরাস্ত করছিলেন চাইওয়ান। যদিও ২১ বছর বয়সী থাই শাটলারের বিরুদ্ধে খেলা ধরে নেন সিন্ধু। এবং শেষ অবধি ১৯-২১, ২১-৯, ২১-১৪ ফলে হারান চাইওয়ানকে।
বলা বাহুল্য, চাইওয়ান জুনিয়র র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন এবং সম্প্রতি উবের কাপে ব্রোঞ্জজয়ী থাইল্যান্ড দলের সদস্য ছিলেন। এদিকে কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন তার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী তাই জু ইংয়ের বিরুদ্ধে।
এদিকে প্রণয় কার্যত উড়িয়ে দেন বিশ্বের চার নম্বর চেনকে। মাত্র ৩৫ মিনিটের লড়াইয়ে ২১-১৫, ২১-৭ ফলে জিতে যান প্রণয়।
কোয়ার্টার ফাইনালে প্রণয় মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার জোনাটান ক্রিস্টির বিরুদ্ধে। দুই কোয়ার্টার ফাইনালই হবে আগামী শুক্রবার।