বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরাজের রুপো জয়ে অভিনন্দন জানালেন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন নীরাজ চোপড়া। পুরুষদের জ্যাভেলিন থ্রো ফাইনালে ৮৮.১৩ মিটার ছুঁড়ে রুপো জিতেছেন নীরাজ। আর এর জেরে প্রথম পুরুষ ভারতীয় অ্যাথলিট ও দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন নীরাজ।
আর এই সাফল্যের জেরে দারুণ খুশি ও গর্বিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার ভেসে আসছে নীরাজের এই সাফল্যের জন্য। আর এই জোয়ারে সামিল হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লিখেছেন, "আমাদের অন্যতম পরিচিত অ্যাথলিটের তরফ থেকে আরও এক অসাধারণ কীর্তি। অভিনন্দন নীরাজ চোপড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপো পদক জেতার জন্য। এটি ভারতীয় ক্রীড়ার জন্য একটি বিশেষ মুহুর্ত। আগামী দিনের অভিযানের জন্য নীরাজকে শুভেচ্ছা জানাই।"
এদিকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "নীরাজ চোপড়া দেশকে গর্বিত করেই চলেছেন। হৃদয়গ্রাহী অভিনন্দন এমন এক ঐতিহাসিক ক্রীড়াগত কীর্তি অর্জন এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো পদক জেতার জন্য। আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।"
২০০৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লং জাম্পার অঞ্জু ববি জর্জ। এর ১৯ বছর পর আবারও ভারতকে খেতাব জিতিয়ে আনলেন নীরাজ চোপড়া।