থমাস কাপ জয়ী ভারতীয় দলের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন অভিনন্দন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঐতিহ্যশালী থমাস কাপ জিতে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের সাথে রবিবার সাক্ষাৎ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের হয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতা ও খেলার নানা পর্যায়ের কথা শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী মোদী খেলোয়াড়দের জানিয়েছেন যে থমাস কাপ জয়টা কোনও ছোট অর্জন নয়। তিনি এও জানিয়েছেন যে থমাস কাপ জেতার আগে, দেশের কেবল হাতে গোনা কয়েকজন মানুষ এই টুর্নামেন্ট সম্বন্ধে জানতেন।
এদিকে কিদাম্বি শ্রীকান্থকে অধিনায়ক হওয়া নিয়ে মোদী প্রশ্ন করলে শ্রীকান্থ জানান যে তাকে খুব বেশি কিছু করতে হয়নি কারণ গোটা দলই খুব ভালো করেছিল। এছাড়া শ্রীকান্থ জানিয়েছেন যে তাকে একটি পরিবেশ তৈরি করতে হয়েছিল যেখানে গোটা দল একসাথে থাকে এবং একে অপরকে ভালো পারফর্ম করার জন্য উৎসাহিত করে।
এছাড়া নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দলের সাথেও কথা বলেন, যারা চলতি বছরের উবের কাপের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। মোদী আশ্বস্ত করেন যে পরের প্রতিযোগিতায় মহিলা দল ভালো পারফর্ম করবে এবং তারা যেন নিজেদের আশা না ছাড়ে।