বড় ধাক্কা ভারতের, কমনওয়েলথ গেমস খেলবেন না অলিম্পিক চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন কমনওয়েলথ গেমসের আগে বড় আঘাত পেল ভারত। মেগা ইভেন্ট থেকে সরে দাঁড়ালেন টোকিও অলিম্পিকে স্বর্ণপদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। সদ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন নীরাজ। এবং এর জেরেই সরে দাঁড়ালেন এই তারকা অ্যাথলিট।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব রাজীব মেহতাকে নিজের সরে দাঁড়ানোর কথা জানান নীরাজ চোপড়া। এবং নিঃসন্দেহে এটি বড় ধাক্কা ভারতের জন্য। কারণ নীরাজের থাকা মানে জ্যাভেলিন থ্রোয়ে একটি পদক নিশ্চিত ছিল ভারতের জন্য।
গত রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরাজ। আর এর জেরে প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট, এবং দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জেতেন নীরাজ।