টোকিও অলিম্পিকের পরে স্বর্ণপদক জয় অব্যাহত নীরাজ চোপড়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোড়া। এবার ফের সোনা জিতলেন নীরাজ। শনিবার ফিনল্যান্ডের কুয়োর্তান গেমসে জ্যাভেলিন থ্রো ইভেন্ট জিতেছেন নীরাজ।
২৪ বছর বয়সী নীরাজ ৮৬.৬৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন। বলা বাহুল্য, এটিই ছিল নীরাজের প্রথম থ্রো। তিনি হারিয়েছেন ২০১২ অলিম্পিক চ্যাম্পিয়ন কেশর্ন ওয়ালকট ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটারসকে। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ ও টোবাগোর ওয়ালকট ছুঁড়েছেন ৮৬.৬৪ মিটার। এবং তৃতীয় স্থানাধিকারী গ্রেনাডার পিটারস ছুঁড়েছেন ৮৪.৭৫ মিটার।
নীরাজের দ্বিতীয় ও তৃতীয় থ্রোগুলি ফাউল হয়, যার ফলে কেবল তিনটিই থ্রো করতে পারেন নীরাজ। এবং একটি সঠিক থ্রোতেই সোনা জিতে নেন তিনি।
এদিকে বর্তমান এশিয়ান ও বিশ্ব প্যারা জ্যাভেলিন চ্যাম্পিয়ন সন্দীপ চৌধুরিও অংশ নিয়েছিলেন এই ইভেন্টে, এবং ৬০.৩৫ মিটার থ্রো করে অষ্টম স্থানে শেষ করেছেন।