বিশ্বে ১ নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ, নাদাল নেই প্রথম ১০০-তেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়ে নিজের ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জেতার পর বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হলেন নোভাক জকোভিচ। অন্যদিকে টেনিস খেলোয়াড়দের র্যাংকিংয়ে প্রথম ১০০ জনের মধ্যেও নেই রাফায়েল নাদাল।
আরও পড়ুন- আইপিএলের পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তুষার দেশপান্ডে
প্রসঙ্গত গত ২০ বছরে এই প্রথমবার নাদালের র্যাঙ্কিং ১০০এরও বেশি। নাদালের বর্তমান র্যাঙ্কিং ১৩৬। শেষ কিছু টুর্নামেন্টে নাদাল খেলতে না পারার কারণেই ১৫ নম্বর র্যাঙ্কিং থেকে ১৩৬ র্যাঙ্কিং হয়ে যায় তাঁর।
অন্যদিকে ৩৬ বছর বয়সী জকোভিচ ৩৮৮ তম সপ্তাহ বিশ্ব পুরুষ টেনিস র্যাঙ্কিং-এর প্রথমে থাকার নজির গড়তে চলেছেন।