ইউএস ওপেনেও খেলার অনুমতি পাবেন না নোভাক জকোভিচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরের শেষের দিকে ইউএস ওপেনে কি নামতে পারবেন গতবারের রানার্স নোভাক জকোভিচ? যা সম্ভাবনা, তাতে এই গ্র্যান্ড স্ল্যামেও নামা হবে না এই সার্বিয়ান সুপারস্টারের।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, করোনার টিকার বিষয়ে তথ্য না দেওয়ার কারণে জকোভিচকে অ-টিকাকৃত বিদেশী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আশা করা হয়েছিল যে জকোভিচের জন্য নিয়মে ব্যতিক্রম আসবে, যেহেতু তিনি এর আগে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন খেলেছেন। কিন্তু সরকারের তরফ থেকে তা নাকচ করা হয়।
এবং এর ফলে ধরে নেওয়া যায়, উইম্বলডনই হতে চলেছে জকোভিচের চলতি বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম।
এদিকে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের ইউএস ওপেনে খেলার অনুমতি দেওয়া হয়েছে। আর এর ফলে নিজের খেতাব ডিফেন্ড করতে পারবেন ড্যানিল মেদভেদেভ।