১৯ বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরাজ চোপড়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও দেশকে গর্বিত করলেন অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া। রবিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো ফাইনালে রুপো জিতলেন নীরাজ।
গত কয়েক বারের তুলনায় এই ফাইনালে শুরুটা ভালো করেননি নীরাজ। বেশ অদ্ভুত পরিবেশ ও পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে এই ভারতীয়কে। শেষ অবধি চতুর্থ প্রয়াসে ৮৮.১৩ মিটার ছুঁড়ে রুপো নিশ্চিত করেন নীরাজ।
প্রথম প্রয়াসে ফাউল করেন নীরাজ, এরপর দ্বিতীয় প্রয়াসে ৮২.৩৯ মিটার, তৃতীয় প্রয়াসে ৮৬.৩৭ মিটার এবং চতুর্থ প্রয়াসে নিজের সেরা ৮৮.১৩ মিটার ছোঁড়েন। এরপর হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে যান নীরাজ।
এর জেরে প্রথম পুরুষ ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন নীরাজ। এবং ১৯ বছরের খরা কাটিয়ে ভারতের হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জিতলেন নীরাজ। এর আগে ২০০৩ সালের মেলবোর্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন অঞ্জু ববি জর্জ।
এদিকে জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা জিতেছেন অ্যান্ডারসন পিটার্স, শেষ থ্রোয়ে ৯০.৫৪ মিটার ছুঁড়েছেন তিনি। এর আগে তিনবার ৯০ মিটারের বেশি দুরত্বে ছুঁড়েছেন অ্যান্ডারসন।