ইস্টবেঙ্গলের অন্যতম সেরা খেলোয়াড়কে সই করিয়ে চমক মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল দল নিয়ে অশনি সংকেত রয়েইছে। যদিও বাকি খেলাগুলিতে ভালোভাবেই চলছে ইস্টবেঙ্গলের। ক্রিকেট ও হকিতে গত বছর সাফল্যের মুখ দেখেছিল লাল-হলুদ ব্রিগেড।
এবার ইস্টবেঙ্গলের হকি দলে ভাঙন ধরাল মোহনবাগান। ২১ বছর পর হকি দল গড়ছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এবং আসন্ন হকি মরশুমের জন্য শক্তিশালী দল গড়ছে সবুজ-মেরুণ ব্রিগেড।
এবার মোহনবাগান তাদের দলে আনল ইস্টবেঙ্গলের সেরা ফরোয়ার্ড নীতিশ নিউপানেকে। ময়দানে যিনি কাঞ্চা নামে পরিচিত। এর আগে দুই মরশুম তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন। এবার মোহনবাগানের হয়ে খেলবেন কাঞ্চা।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, ফুটবল ছাড়াও ক্রিকেট, হকি ও অ্যাথলেটিক্সে জোর দেবে তারা। এর আগে ক্রিকেটে তারা তুলে এনেছে ইস্টবেঙ্গলে ১৮ বছর কোচিং করানো প্রণব নন্দীকে। এবার হকিতেও ইস্টবেঙ্গল দলে ভাঙন ধরাল মোহনবাগান।