ইন্দোনেশিয়া ওপেনের বদলা মালয়েশিয়া মাস্টার্সে নিলেন সিন্ধু, জয় সাই প্রণীথ ও কাশ্যপের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মালয়েশিয়া ওপেনে হতাশাজনক বিদায়ের দুঃখ কাটিয়ে এবার মালয়েশিয়া মাস্টার্সে জোরালো শুরু করলেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই হারালেন চীনের হে বিং জিয়াওকে।
এই বিং জিয়াওর কাছে হেরে গত ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। এবার তারই বদলা নিলেন মালয়েশিয়া মাস্টার্সে। সপ্তম বাছাই সিন্ধু এক ঘন্টার লড়াইয়ে ২১-১৩, ১৭-২১, ২১-১৫ ফলে হারান বিং জিয়াওকে।
এদিকে ভারতের পুরুষ শাটলাররাও দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বি সাই প্রণীথ ও পারুপল্লী কাশ্যপ। আধ ঘন্টার লড়াইয়ে গুয়াতামেলার কেভিন গর্ডনকে ২১-৮, ২১-৯ ফলে উড়িয়ে দেন প্রণীথ।
এদিকে কঠিন লড়াইয়ের সম্মুখীন হন কাশ্যপ। মালয়েশিয়ার টমি সুগিয়ার্টোর বিরুদ্ধে প্রথম সেটে হারলেও পরের দুই সেটে হাড্ডাহাড্ডি জয় তুলে নেন কাশ্যপ। ১৬-২১, ২১-১৬, ২১-১৬ ফলে জয় পান কাশ্যপ।