গত আট মাসে ছোট্ট মেয়েকে দেখেছেন একবারই! চরম আত্মত্যাগে ১০০ মিটারে রুপো জয় মায়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কেরালার ২৪ বছরের দৌড়বিদ জিলনা ভিএম চলতি ফেডারেশন কাপে ১০০ মিটার দৌড়ে রুপো পদক জিতেছেন। ভারতের দ্রুততম স্প্রিন্টার দ্যুতি চাঁদের পিছনে শেষ করেন জিলনা। কিন্তু জিলনার এই সাফল্যের পিছনে রয়েছে অনেক বড় আত্মত্ম্যাগ।
গত আট মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন জিলনা। কোল্লামে নিজের প্রস্তুতি সারছিলেন তিনি, যা তার শ্বশুরবাড়ি পালাক্কাদ থেকে সাত ঘন্টার পথ। কিন্তু জিলনা বাড়িতে যেতে চায় না, যেহেতু সেটি তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। এর জেরে নিজের ১৮ মাসের মেয়েকে মাত্র একবারই দেখতে পেয়েছেন জিলনা।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়ায় জিলনা বলেছেন, "এত দিন দূরে থাকার জেরে একটি ফোন কলে ও আমায় চেচি (বড় বোন) বলে ডেকেছিল। এটি আমায় আঘাত করেছিল। খুবই খারাপ লাগে যখন আমি নিজের সন্তানের কাছে থাকতে পারি না, কিন্তু আমি যদি একদিনও যাই, আমার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে। আমি খুব পরিশ্রম করেছি জন্মের পর নিজের শারীরিক গঠন ঠিক রাখতে। আমি ভালোবাসার জন্য নিজের খেলাটা খেলি, তাই এই আত্মত্যাগ আমায় স্বীকার করতেই হবে।"
ফেডারেশন কাপের ১০০ মিটার ইভেন্টে জিলনা ১১.৬৩ সেকেন্ডে শেষ করে, যেখানে প্রথম স্থানাধিকারী দ্যুতি চাঁদ ১১.৪৯ সেকেন্ডে শেষ করেন। এরপর ২০০ মিটার ইভেন্টেও অংশ নেবেন জিলনা।
২০১৯ সালে জাতীয় শিবিরে সুযোগ পান জিলনা। কিন্তু একটি মেডিকাল চেকআপে ধরা পড়ে, জিলনা সন্তানসম্ভবা। আর এর জেরে খেলা থেকে বিরতি নিতে হয় জিলনাকে। কিন্তু বিরতির পর সীমা সুরক্ষা বল সেন্টারের প্রস্তুতিতে নামলে, আগের মত সেই শক্তি পাচ্ছিলেন না জিলনা।
কিন্তু স্বামী মুর্থি ও শ্বশুরবাড়ির লোকেরা জিলনাকে অনেক সমর্থন করেন। আর এর জেরে এই ফেডারেশন কাপের জন্য প্রস্তুতি সারেন জিলনা। কিন্তু এখন তার লক্ষ্য এশিয়ান ও কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেন। কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জনের সময়সীমা ১১.৩১ সেকেন্ড এবং এশিয়ান গেমসে ১১.৩৬ সেকেন্ড।