বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আশা জাগিয়েও পারলেন না অন্নু রানী, শেষ করলেন সপ্তম স্থানে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে খেতাব জয়ের আশা জাগিয়েছিলেন জ্যাভেলিন থ্রোয়ার অন্নু রানি। ফাইনালে যোগ্যতা অর্জন করার পর দেশবাসীর আশা ছিল অনেকটাই বেশি। কিন্তু খেতাব জিততে পারলেন না অন্নু রানী।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনালে অন্নু রানী শেষ করেন সপ্তম স্থানে। নিজের দ্বিতীয় প্রয়াসে সর্বোচ্চ ৬১.১২ মিটার ছুঁড়েছিলেন অন্নু, যা তার মান অনুযায়ী অনেকটাই কম। বাকি পাঁচ থ্রোয়ের একটিও ৬০ মিটারের গন্ডি টপকায়নি।
এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কেলসি-লি বার্বার এবারেও সোনা জিতে নেন, ৬৬.৯১ মিটার থ্রো করে। রুপো জেতেন আমেরিকার কারা উইঙ্গার, যিনি ৬৪.০৫ মিটার ছুঁড়েছিলেন। এবং জাপানের হারুকা কিতাগুচি ৬৩.২৭ মিটার ছুঁড়ে জিতেছেন ব্রোঞ্জ। এদিকে গত অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের শিইং লিউ চতুর্থ হয়েছেন।