আয়ে মেসি-রোনাল্ডোকে হেসেখেলে উড়িয়ে দিয়েছেন, চেনেন জাপানের সুপারস্টার ওহতানিকে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির আয় বর্তমান সময়ের অধিকাংশ সুপারস্টার ক্রীড়াবিদদের থেকে অনেক বেশি। কিন্তু এমন একজন ক্রীড়াজগতের ব্যক্তিত্ব রয়েছেন, যিনি রোনাল্ডো ও মেসির আয়কে হেসেখেলে হারিয়ে দিয়েছেন। কিন্তু আজও অনেকের কাছে অপরিচিত তিনি। তাঁর নাম শোহেই ওহতানি।
জাপানের ওহতানি একজন সুপারস্টার বেসবল খেলোয়াড়, যিনি এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমেরিকার মেজর লিগ বেসবলের দল লস অ্যাঞ্জেলেস ডজার্স ২০২৪ সালে তাঁর সাথে ১০ বছরের চুক্তি করেছে, যার আর্থিক পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৬০১০ কোটি টাকা। তবে বিজ্ঞাপন থেকে যে আয় করেন ওহতানি, তা চমকে দেওয়ার মত।
বিশ্বের জনপ্রিয়তম খেলাগুলির মধ্যে বেসবল পড়ে না, কিন্তু ওহতানির ব্র্যান্ড ভ্যালু মেসি-রোনাল্ডোর থেকেও বেশি। শুধু বিজ্ঞাপনে বছরে প্রায় ৮৬০ কোটি টাকা উপার্জন করেন ওহতানি। বিশ্বের প্রথম সারির ২০টি বহুজাতিক সংস্থার মুখ তিনি, যার মধ্যে রয়েছেন জাপানের নামী কিছু সংস্থা। বলা বাহুল্য, বিজ্ঞাপন থেকে ওহতানির চেয়ে বেশি আর কোনও ক্রীড়াবিদ এই পরিমাণ উপার্জন করেন না।