গ্রিসে ভারতকে সোনায় মোড়ালেন মুরালি শ্রীশঙ্কর! লং জাম্পে বিশ্বজয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গ্রিসের কালিথিয়াতে আন্তর্জাতিক জাম্পিং মিটিংয়ে দেশকে গর্বিত করলেন ভারতের তারকা লং জাম্পার মুরালি শ্রীশঙ্কর। ৮.৩১ মিটার লাফিয়ে সোনা জিতেছেন শ্রীশঙ্কর।
এই প্রতিযোগিতায় কেবল তিনজন জাম্পারই ৮ মিটারের গন্ডি টপকাতে পেরেছেন, তার মধ্যে একজন শ্রীশঙ্কর। দ্বিতীয় স্থানে শেষে করেন সুইডিশ অ্যাথলিট থোবিয়াস মন্টলার, যিনি ৮.২৭ মিটার লাফিয়েছেন। আর তৃতীয় স্থানে ৮.১৭ মিটার লাফিয়েছেন ফ্রান্সের জুলস পমেরি।
বলা বাহুল্য, গত মাসে ৮.৩৬ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন শ্রীশঙ্কর। গত টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছেন এই ভারতীয় লং জাম্পার।
বুধবার সন্ধ্যেতে প্রথম দুই প্রয়াসে ৭.৮৮ ও ৭.৭১ মিটার লাফিয়েছিলেন শ্রীশঙ্কর। কিন্তু তৃতীয় প্রয়াসে ৮.৩১ মিটার লাফিয়েছেন তিনি।