নরওয়ে চেস ওপেন জিতলেন ১৬ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্ধা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতের ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধা চলতি নরওয়ে চেস গ্রুপ এ ওপেন টুর্নামেন্ট জিতে নিলেন। শুক্রবার রাতে ভারতের আন্তর্জাতিক মাস্টার ভি প্রণীথকে হারিয়ে শীর্ষস্থান দখল করেছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই।
ফুল পয়েন্ট নিয়ে প্রজ্ঞানন্ধা প্রথম স্থানে শেষ করেছেন, টপকেছেন ইজরায়েলের আন্তর্জাতিক মাস্টার মার্সেল এফ্রোইমস্কি ও সুইডেনের আন্তর্জাতিক মাস্টার জুং মিন সেওকে। এদিকে ছয় পয়েন্ট নিয়ে যুগ্ম তৃতীয় স্থানে শেষ করলেও, অল্প টাই-ব্রেক স্কোরের জেরে ষষ্ঠ স্থানে শেষ করেন ভারতের প্রণীথ।
বিগত কিছু সময় ধরেই শিরোনামে রয়েছেন ভারতীয় এই তরুণ দাবাড়ু। বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে সম্প্রতি দুইবার হারিয়েছেন প্রজ্ঞানন্ধা। সদ্য চেসাবল মাস্টার অনলাইন ইভেন্টে ফাইনালে হারেন চীনের ডিং লিরেনের কাছে। আগামী মাসে প্রজ্ঞানন্ধা ভারত বি দলের হয়ে খেলবেন চেন্নাইয়ে আয়োজিত হওয়া চেস অলিম্পিয়াডে।