দীর্ঘদিন পর ট্রফি ঢুকল লাল-হলুদ তাঁবুতে! কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা হকি লিগ ২০২২ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। আর এর জেরে দীর্ঘদিন পর বড় কোনও খেতাব ঢুকল শতাব্দীপ্রাচীন ক্লাবে। চলতি মরশুমে একাধিক তারকা হকি খেলোয়াড়কে সই করিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল, এবং স্বাভাবিক অর্থেই তারা চ্যাম্পিয়ন হল।
শনিবার সুপার সিক্সের পঞ্চম ও শেষ ম্যাচে পাঞ্জাব স্পোর্টসের বিরুদ্ধে নামে ইস্টবেঙ্গল। কিন্তু পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় মাঠে দল নামাতে পারেনি পাঞ্জাব স্পোর্টস, যার জেরে তারা ওয়াকওভার দিয়ে দেয়। এর ফলে তিন পয়েন্ট নিয়ে বিজয়ী ঘোষিত হয় ইস্টবেঙ্গল।
এর ফলে হকি লিগের মোট ১২টি ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে হকি লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। এই ১২ ম্যাচে মোট ৪২টি গোল করেছে লাল-হলুদ ব্রিগেড।
আর এর জেরে ১৯৮৯ সালের পর আবারও কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল। যেহেতু ২০০৩-২০২০ সাল অবধি ইস্টবেঙ্গল ক্লাবের কোনও হকি ক্লাব ছিল না, ফলে ১৮ বছর পর লিগ জিতল ইস্টবেঙ্গলের হকি দল। গত বছর, অর্থাৎ ২০২১ সালে হকি লিগে রানার্স হয়ে থাকতে হয়েছিল ইস্টবেঙ্গলকে।