কমনওয়েলথ গেমসে ভারতের এমন পাঁচ বিশেষ তথ্য, যা অনেকে কাছেই অজানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। বার্মিংহ্যামে হওয়া এই মেগা ইভেন্টে ১৫টি খেলায় মোট ২১৫ সদস্যের ভারতীয় দল অংশ নেবে। এবং এবারের সংস্করণে, ভারতের লক্ষ্যে রয়েছে ১০০ পদক জয়কে ছাড়িয়ে যাওয়ার।
গত কয়েক সংস্করণ ধরে, কমনওয়েলথ গেমসে ভালো ফল করে এসেছে ভারত। এবং সদ্য টোকিও অলিম্পিক্সে ভালো ফলের পর, পূর্ববর্তী সকল কমনওয়েলথ গেমস রেকর্ড ভাঙার লক্ষ্যে থাকবে ভারত।
এই পরিস্থিতিতে চলুন জেনে নিই কমনওয়েলথ গেমসে ভারতের এমন পাঁচ তথ্য, যা অনেকের কাছেই বেশ অজানা।
মিলখা সিং প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন ১৯৫৮ সালে। এবং তারপর বিশ্বের নানা প্রতিযোগিতায় দেশকে গর্বিত করেই গিয়েছেন দ্য ফ্লাইং শিখ।
১৯৭৮ কমনওয়েলথ গেমসে ভারতের ব্যাডমিন্টন জুটি আমি ঘিয়া ও কানওয়াল ঠাকার প্রথম ভারতীয় মহিলা হিসেবে পদক জিতেছিলেন। সেই বছর ব্রোঞ্জ জিতেছিল এই জুটি।
কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য দুর্দান্ত হলেও, দুটি সংস্করণে পদক পাওয়া থেকে বঞ্চিত থেকেছিল ভারত। ১৯৩৮ সালে সিডনি ও ১৯৫৪ সালে ভ্যানকুবার কমনওয়েলথ গেমসে পদক জেতেনি ভারত।
যদি কোনও ভারতীয় অ্যাথলিটকে কমনওয়েলথ গেমসের সেরা পারফর্মার ধরা হয়, তাহলে তার নাম হল জসপাল রানা। প্রখ্যাত এই শুটার মোট ১৫টি পদক জিতেছেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মোট ৬০০টি খেতাব জিতেছেন জসপাল।
কমনওয়েলথ গেমসে ভারতের ধারাবাহিকতা সত্যিই দেখার মত। ২০০২ মেলবোর্ন কমনওয়েলথ গেমস থেকে একবারও পদক তালিকায় শীর্ষ পাঁচের বাইরে শেষ করেনি ভারত।