দোষীদের চরম শাস্তি হোক! আরজি কর কান্ডে সরব সৌরভ-ডোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে গোটা বাংলা সহ দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে আরজি করের মৃতা চিকিৎসকের ন্যায় বিচারের জন্য। কয়েক দিন আগে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির এই বিষয়ে মন্তব্যকে ঘিরে চরম সমালোচনা এসেছে। তবে এই বিষয়ে এবার নিজেদের কড়া অবস্থান স্পষ্ট করে দিলেন সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলি।
একটি ইভেন্টে এসে সৌরভ বলেছেন, "আমি জানি না আমার আগের মন্তব্যগুলিকে মানুষ কীভাবে নিয়েছেন, তবে এটি অত্যন্ত ঘৃণ্য একটি ঘটনা। এর জন্য কড়া শাস্তি দেওয়া উচিত। এই ধরণের ঘটনা নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ হওয়া উচিত। যেভাবে আমাদের দেশের মানুষ এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করছেন, এমনটাই আশা করা হয়েছিল। এই ধরণের নৃশংস অপরাধীদের কড়া শাস্তি দেওয়া উচিত।"
যদিও ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সৌরভ বলেছেন, "এই ধরণের ঘটনায় প্রতিবাদ জরুরি, তবে সমাজের জন্য চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত জরুরি। হাজার-হাজার মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এই বিষয়টিকেও দেখা উচিত।"
এদিকে ডোনা গাঙ্গুলি এই বিষয়ে বলেছেন, "যদি মহিলারা তাদের কর্মক্ষেত্রেই সুরক্ষিত না থাকেন, তাহলে কোথায় তারা সুরক্ষিত থাকবেন।" যদিও ডোনা জানিয়েছেন, ১৪ আগস্ট রাত দখলের কর্মসূচিতে তিনি যোগ দিতে চাইলেও মেয়ে সানার অসুস্থতার কারণে যেতে পারেননি।